টানা বৃষ্টিতে যশোর-খুলনা মহাসড়কের পাঁচ কিলোমিটার অংশে হাঁটুসমান কাদা তৈরি হয়েছে, যা দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে। বিশেষ করে চেঙ্গুটিয়া থেকে বসুন্দিয়া অংশে অবস্থা সবচেয়ে খারাপ। নওয়াপাড়া নদীবন্দরের ব্যবসা প্রায় অচল হয়ে পড়েছে, সারের সরবরাহ ব্যাহত হয়ে কৃষি খাতে প্রভাব ফেলছে। কোটি কোটি টাকা ব্যয় করেও সড়কের বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিক ক্ষতি ও ভোগান্তি বাড়ছে। পূর্ণ সংস্কারে আরও দেড় বছর সময় লাগবে বলে জানিয়েছে সওজ বিভাগ।
হাঁটুসমান কাদায় স্থবির যশোর-খুলনা মহাসড়ক, দক্ষিণাঞ্চলের বাণিজ্যে বিপর্যয়