কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলামকে সরিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেছে প্রশাসন। সোমবার পুলিশের এক আদেশে তাকে প্রত্যাহার করে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক মো. সেলিমকে নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও পুলিশ সুপার বদলিকে নিয়মিত প্রশাসনিক রদবদল বলে দাবি করেছেন। তবে হাইওয়ে পুলিশ ওই সময় কার্যকর ভূমিকা না নেওয়ায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলামকে সরিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেছে প্রশাসন।