চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানিযোগ্য আমের বাগান ঘুরে দেখলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি উত্তম কৃষিচর্চার মাধ্যমে চাষ করা আম দেখে মুগ্ধ হয়েছেন। এসব আম তার দেশে আমদানির ব্যাপারে আগ্রহও প্রকাশ করেছেন রাষ্ট্রদূত। চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সুস্বাদু মিষ্টি আম তারা চীনের বাজারে আমদানি করতে চান। তাই বাংলাদেশের নিরাপদ ও সুস্বাদু আমের উত্পাদন কার্যক্রম দেখতে বাগান পরিদর্শনে এসেছেন তিনি। চলতি বছর তারা বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম চীনের বাজারে আমদানি করতে আগ্রহী।