বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকে ‘যুদ্ধ’ করতে প্রস্তুত। কক্সবাজারে শরণার্থী শিবিরে একজন রোহিঙ্গা যুবক বলেন, ‘আমরা এদিকে থাকবো না। আমরা মিয়ানমারে চলে যাবো। আমরা যুদ্ধ করবো। আরাকান আর্মির সাথে। আমরা স্বাধীনতা চাই।’ আরেক রোহিঙ্গা যুবক বলেন, জিহাদের জন্য সবাই একতালে আরসা, আরএসও- দুই দলই মিলে ভালো কাজ করছে।’ দেখা গেছে, রোহিঙ্গারা স্বীকার করেছেন যে, ক্যাম্পে অন্তত চারটি সংগঠন ‘সশস্ত্র বিদ্রোহ’, ‘জিহাদ’ বা ‘যুদ্ধের’ জন্য উদ্বুদ্ধ করছে। গোষ্ঠীগুলো হলো আরাকান আরসা, আরএসও, ইসলামিক মাহাজ এবং আরাকান রোহিঙ্গা আর্মি। এদিকে রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি আইসিজিকে উদ্বিগ্ন করেছে।