শনিবার এক বিবৃতিতে জামায়াতে সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতে মুসলিমবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাশ ও ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপে আমরা উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত। এতে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদরাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে।’ আরও বলেন, ওয়াকফ বোর্ড ও কাউন্সিলে অমুসলিম ২ জন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে! এই সময় তিনি তিন তালাক, নিষিদ্ধ গরুর গোশত খাওয়ায় পিটিয়ে হত্যাসহ নানান নির্যাতনের চিত্র তুলে ধরে অপতৎপরতা থেকে বিজেপি সরকারকে বিরত থাকার আহ্বান জানান। মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন।