Web Analytics

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলায় র‌্যাব-১ সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. রাকিব হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ওই ভবনে কিছু ব্যক্তি জাল টাকা তৈরি ও বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। অভিযানে ৫ লাখ ৪০ হাজার টাকার জাল নোট, কাগজে প্রিন্ট অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট এবং চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আরিফ রায়হান, রুবেল মিয়া ও জাহিদুল ইসলাম ওরফে সবুজ।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে জাল টাকা তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। গ্রেপ্তারকৃতদের ও উদ্ধারকৃত আলামত টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!