একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে খরচ তুলতে পারছেন না। এরমধ্যে কোল্ডস্টোরেজের ভাড়া বস্তা প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা করা হয়েছে। সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ কৃষক এতে আরো দিশেহারা হয়েছেন। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীতে ঢালাওভাবে প্রণোদনা দেওয়া হবে না, যেই অঞ্চলে যে ফসল ভালো হয় ঐ অঞ্চলে সেই ফসলে প্রণোদনা দেওয়া হবে। কিছু ভ্রাম্যমাণ কোল্ডস্টোরেজ গড়ার কথাও জানা। সচিব বলেন, গত বছর বছর আলু চাষ চার গুণ বেড়ে গিয়েছিল, পেঁয়াজ চাষও, ছিল কোল্ডস্টোরেজ সংকট, ফলত লাভ হয়নি। কৃষকরা জানিয়েছে, জুলাই সেপ্টেম্বরে ৭০-৮০ টাকা কেজি করে বেচা আলু জানুয়ারি শেষে ১২ টাকা দরে বিক্রি করেছেন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।