Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বাড়ির মালিকদের নির্দেশ দিয়েছে যাতে তারা নিরাপত্তার স্বার্থে শর্তসাপেক্ষে ভাড়াটিয়াদের ছাদ ও মূল ফটকের চাবি প্রদান করেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ এজাজ এই নির্দেশনা ঘোষণা করেন। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর আওতায় দেওয়া এই নির্দেশনার পেছনে সাম্প্রতিক অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্ঘটনার বৃদ্ধি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, বাড়িওয়ালারা গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সংযোগ, দৈনিক বর্জ্য সংগ্রহসহ বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করবেন। ভাড়াটিয়ারা প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করবেন এবং বাড়িওয়ালারা লিখিত রশিদ প্রদান করবেন। এছাড়া ছাদ ও বারান্দায় সবুজায়ন কার্যক্রমে উভয় পক্ষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভাড়ার বিরোধ নিষ্পত্তির জন্য ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হলে বিষয়টি সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হবে। ডিএনসিসি জানিয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য ভাড়াটিয়াদের অধিকার রক্ষা ও নগরবাসীর নিরাপত্তা জোরদার করা।

Card image

Related Memes

logo
No data found yet!