আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা সে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে, বলেছেন বৈষম্যবিরোধীর মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, রাজনীতি ঢেলে সাজাতে ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আদালতে যারা দৌড়াচ্ছেন, মানববন্ধন করছেন তাদের সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে ৫ বছর পর হোক, ১০ বছর পর হোক তারা ফেরত আসবে। তারপর, আমাদের সবার ভবিষ্যৎ একটি প্রশ্নের উপর নির্ভর করবে।