রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বেচ্ছাসেবক দল ২৭ ফেব্রুয়ারি একটি সভা আহবান করেছে। সভায় রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে। একই দিনে একই মাঠে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মিসভা করার ঘোষণা দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ গ্রুপ। একই দিনে বিএনপির দুগ্রুপের সভা আহবান করায় দেখা দিয়েছে উত্তেজনা। এর মধ্যে বৃহস্পতিবার সকালে রুমিন ফারহানার সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। জানা যায় দশ দিন আগে পিছে করে দুইটা পক্ষই জেলাপ্রশাসক বরাবর সভার অনুমতি চেয়েছিল একই স্থানে। মঞ্চ বাঁধার সময়ও উত্তেজনা সৃষ্টি হয়।