সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে আছে। আইএমএফের ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত ছিল নিট রিজার্ভ জুনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে। আশা করছি সংস্থাটির শর্ত জুনের মধ্যে পূরণ করতে সক্ষম হব। জানা গেছে, বুধবার পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ রয়েছে ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। চলতি মাসের প্রথম ২৯ দিনে ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। পুরো মাসে রেমিট্যান্স এসেছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন। যা দেশের ইতিহাসের নতুন রেকর্ড।
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার সম্পৃক্ততা পেয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই তালিকায় পিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা শামীম মোল্লারও নাম রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, একজন মৃত ব্যক্তিকে বহিষ্কার করে প্রশাসন উদাসীনতার পরিচয় দিয়েছে। প্রশাসন বলছে, ওই ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ, তাদের সনদ স্থগিত করা হবে। যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছেন, তাদের ফলাফল স্থগিত করা হবে ও নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে।
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার করা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সর্মথকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত ১০ জন। নিহত ব্যক্তি দিঘিরপাড় গ্ৰামের মৃত শমসের আলী মোল্লার ছেলে মোশাররফ হোসেন (৫৫)। বিএনপির দাবি নিহত তাদের দলের সর্মথক। অপরদিকে স্থানীয় আওয়ামী লীগের দাবি করছে মোশাররফ আওয়ামী লীগের সর্মথক। জানা গেছে, বিএনপির সর্মথক টিপু ও আওয়ামী লীগের সর্মথক মুকুলের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে আলিমুদ্দিন ও তার সর্মথকরা প্রতিপক্ষ বিএনপি নেতা আমজাদ বিশ্বাসের সমর্থক ৬-৭ বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় অন্তত ছয়জন বিএনপি সর্মথক আহত হন। পরদিন ফের সংঘর্ষে এই ঘটনা ঘটে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর গুলশানে থাকা ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এই জমির বাজার মূল্য ২০০ কোটি টাকা বলে আদালতে করা আবেদনে উল্লেখ করেছে দুর্নীতি দমন কমিশন। আবেদনে বলা হয়, আসামি নসরুল হামিদ বিপুর নামে স্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। নসরুল হামিদের নামে অর্জিত স্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। যা তদন্তের স্বার্থে আসামি নসরুল হামিদের নামে অর্জিত এসব স্থাবর সম্পদ জব্দ করা আবশ্যক।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, আদানি বিদ্যুৎ চুক্তির আদ্যোপান্ত জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে চার ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। ওই চিঠিতে বলা হয়, ড. আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ রয়েছে। উপর্যুক্ত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নবর্ণিত রেকর্ডপত্র/তথ্যাদি সরবরাহ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। এর আগে তদন্তে নেমে আদানির বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি ডলারের শুল্ক ‘ফাঁকির’ প্রমাণ পায় এনবিআর! উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের স্বার্থ বিরোধী এই অসম আদানি বিদ্যুৎ চুক্তিটি করেছিল।
দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে ঘোষণা করেছে ইসরাইল। দাবানলের আগুনে দিশাহারা হয়ে পড়েছে দেশটির নাগরিকরা। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান। তেলআবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট ১ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়াও, রুট ৩, ৬৫, ৭০ এবং ৮৫-ও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি দাবানলের জন্য জেরুজালেম-তেল আবিব রুটে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।
শেরপুরের নকলায় গণঅভ্যুত্থানের সময় নিহত শহীদ আব্দুল আজিজের লাশ কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টকর্মী আব্দুল আজিজ (২৮) ঢাকায় গণঅভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট পুলিশের ছোড়া রাবার বুলেট এসে তার চোখ-মুখসহ সারা গায়ে লাগে। ওই সময় সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসার পর ৭ আগস্ট আজিজের মৃত্যু হয়।
কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর দু’দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাঙ্কার। দ্য নিউজ বলছে, ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি চালালে পালটা জবাব দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, ২৯-৩০ এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্ট ধ্বংস করে তারা। বেশ কয়েকটি বাঙ্কারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার করুন, দয়া করে তাড়াতাড়ি নির্বাচন দিন। দেশের জনগণ তাদের মতের সরকার নির্বাচিত করুক। দেশে রাজনৈতিক সংকট বাড়ছে, নির্বাচন দেরি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তিনি বলেন, শেখ হাসিনা আর দেশে আসতে পারবে না। এলে জনগণ তার হাতে হ্যান্ডকাফ পরাবে। ফখরুল ভারতের উদ্দেশ্যে বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত দিন। এখানে তার বিচার হতে হবে।’ তিনি বলেন, ‘শিশু-কিশোর, ছাত্র, সাধারণ মানুষ সবাইকে হত্যা করা হয়েছে। আলেমদের ফাঁসিতে ঝোলানো হয়েছে। মা-বোনদের সম্ভ্রমহানির অভিযোগও আছে। এসব অন্যায়ের বিচার একদিন হবেই।
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে আমাদের পোর্টগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। আমরা যে ইনভেস্টমেন্ট হাবের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশের নৌবন্দরগুলোর বর্তমান হ্যান্ডেলিং ক্যাপাসিটি বছরে ১.৩৭ মিলিয়ন ইউনিট, যা সঠিক পরিকল্পনা ও কর্মপন্থার মাধ্যমে আগামী পাঁচ বছরে ৭.৮৬ মিলিয়ন ইউনিটে উন্নীত করা সম্ভব।
আরো নিউজ দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।