সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। জাতীয় বিষয়ে সবচেয়ে বেশি ১০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের ৩৪ শতাংশ। এছাড়া রাজনৈতিক বিষয়ে ৯৫টি, আন্তর্জাতিক বিষয়ে ৩৮টি, ধর্মীয় বিষয়ে ২৭টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে আটটি, শিক্ষা বিষয়ে সাতটি, প্রতারণা বিষয়ে ১০টি, খেলাধুলা বিষয়ে ৯টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। মার্চ মাসে ২৯৮টি ভুল তথ্য শনাক্ত হয়েছিল। এপ্রিলে ২৯টি ভুল তথ্য প্রচার করা হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও, যা চলতি বছরের মাসগুলোর মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে প্রায় ৮৩ শতাংশ ক্ষেত্রেই তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।
রুয়া কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে আন্দোলনকারীরা ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে। শুক্রবারের মধ্যে নতুন করে অ্যাডহক কমিটি গঠন ও নির্বাচন কমিশনের কাজ শুরু করার আশ্বাসে তারা অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন। তবে কমিটি গঠন নাহলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। জানা গেছে, ১০ মে রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন জাতীয়তাবাদে বিশ্বাসী সাবেক শিক্ষার্থীরা। গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে রুয়া নির্বাচন কমিশনের প্রধান কমিশনার পদত্যাগ করেন। বুধবার গভীর রাতে রেজিস্ট্রারের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে রুয়া নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক পেজ জানায়- ৩০ এপ্রিল শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক, 'বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫' উপলক্ষে আলোচনা সভা ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতা বোরো ধান এবং কিশোরগঞ্জের অষ্টগ্রামের পনিরের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ গ্রহণ করেন ফৌজিয়া খান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ। এই ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি কিশোরগঞ্জের কৃষি ও খাদ্যশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা স্থানীয় পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।’
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে মালিক শ্রমিকের মাঝে কৃত্রিম সংকট ও সমস্যা সৃষ্টি করে একদল মানুষ ফায়দা লুটছে। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে শ্রমিকরা অনেক সময় নিজেদের কর্মস্থল ধ্বংস করছে। তারা বুঝতে পারছে না কর্মস্থল ক্ষতিগ্রস্থ হলে তারা দাবি জানাবে কোথায়? অপরদিকে কিছু মালিক অধিক মুনাফা করতে গিয়ে শ্রমিকদের পেটে আঘাত করছে। যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন থেকে ভালোবাসবে এবং সম্মান দেবে সেদিন শ্রমিকরা মালিকের ষোলআনা পূরণ করবে। অধ্যাপক মজিবুর রহমান বলেন, বছরের ৩৬৪ দিন শ্রমিকদের সম্মান, মর্যাদা ও অধিকার দেওয়া হয় না। যদি এটা হতো তাহলে বাংলাদেশে একটা আদর্শ রাষ্ট্র বাস্তবায়ন হতো। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে চায়। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আইন মেনে চলা।
বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় নয়াদিল্লির প্রতিক্রিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেখানে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষ। নয়াদিল্লির সাম্প্রতিক অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন—যেখানে হিন্দুত্ববাদী ভারত দাবি করেছে, কাশ্মীরের পর্যটনস্থল পেহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় পাকিস্তানের মদদ রয়েছে। বিক্ষোভে নেতৃত্ব দেন সঞ্জয় কুমার নামে এক আইনপ্রণেতা। তিনি পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি এবং বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। মিছিলে অংশ নেয়া পুরুষ ও নারীর হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের বিরুদ্ধে স্লোগান লেখা ছিল। তারা বলেন, যদি ভারত পাকিস্তানের ওপর হামলার সাহস করে, তবে পাকিস্তানের এক কোটির বেশি হিন্দু সেনাদের পাশে দাঁড়াবে।
পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল সংঘটিত হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনার পর থেকে চার অভিযুক্ত জঙ্গি এখনো পলাতক এবং সম্ভবত তারা দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে আত্মগোপনে রয়েছে বলে দাবি করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি, পালিয়ে থাকা সন্ত্রাসীদের কাছে পর্যাপ্ত খাদ্য ও সরঞ্জাম রয়েছে। যার ফলে তারা বাইরের কোনো সহায়তা ছাড়াই দীর্ঘ সময় গা ঢাকা দিয়ে থাকতে পারছে। সংস্থাটির দাবি, এটি সেই সন্দেহকে আরও জোরালো করে যে, পাকিস্তান থেকে সরবরাহ আসছে না বলেই তারা এতদিন ধরা পড়েনি।
গত ১৭ এপ্রিল প্রবাসীদের সঙ্গে একটি বৈঠকে আসিম মুনির বলেন, ‘আমরা প্রতিটি ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে আলাদা।’ কাশ্মীরকে পাকিস্তানের ‘জীবন সঞ্চারণী শিরা’ উল্লেখ করে তিনি অঙ্গীকার করেন, ‘ভারতের দখলদারত্বের বিরুদ্ধে কাশ্মীরিদের বিরোচিত লড়াইকে পাকিস্তান কখনো পরিত্যাগ করবে না।’ মুনিরের এ বক্তব্যের মাত্র পাঁচ দিন পর ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের ওই হামলা হয়। এর আগে মুনির কাশ্মীর সংহতি দিবসে ঘোষণা করেন, কাশ্মীরের জন্য পাকিস্তান এরই মধ্যে তিনটি যুদ্ধ করেছে। যদি ১০টি যুদ্ধের প্রয়োজন হয়, পাকিস্তান সেটিও করবে। উল্লেখ্য, ভারতীয়রা এসব বক্তব্যকে মিলিয়ে দেখছে পেহেলগাম হামলার সঙ্গে। যদিও কোনো তথ্য প্রমাণ নেই!
ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, ছাত্র আন্দোলনের নেতৃত্ব কেবল ছাত্রদল দিয়েছে। তিনি বলেন, “এই আন্দোলনে শিবিরের কোনো অস্তিত্ব ছিল না, জামায়াতের কোনো অস্তিত্ব ছিল না, বৈষম্যবিরোধীদের তো কোনো নাম গন্ধই ছিল না।' তিনি বলেন, আল্লাহর রহমতে এটা হয়েছে। এর আগে আমরা অনেক চেষ্টা করেছি! উল্লেখ্য, ভাইরাল ভিডিওতে কোন আন্দোলনের কথা তিনি বলেছেন তা স্পষ্ট নয়।
এনসিপি'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। তিনি বলেন, চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো? হাসনাত বলেন, ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের ওপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না।
বকেয়া বেতনের দাবিতে মে দিবসেও সড়কে দাঁড়াতে হয়েছে শ্রমিকদের। পরে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। শ্রমিকরা অভিযোগ করেন, গত ৯ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৮ ডিসেম্বর পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো টাকা পাননি। এর আগেও আন্দোলন করেছেন তারা। মাহমুদ জিন্স লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেড জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু করার কথা থাকলেও ব্যাংকিং জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে এখন অর্থের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ১৫ মের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে ইনশাআল্লাহ।
আরো নিউজ দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।