একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক জানিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ডাকসু নির্বাচন আয়োজন যেকোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং। তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে তাহলে কে কী করেছে বলে দেবো। কালো দিবসের এক আলোচনা সভায় উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় সব হচ্ছে। সকল অংশীজনের সাথেও আলোচনা হয়েছে। তিনি বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাবিতে বজায় ছিল। যেকোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় সেনাবাহিনীসহ সকল অংশীজনদের একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। তিনি বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, সব সময়ের জন্য অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আগের তুলনায় এখন সীমান্ত অনেক বেশি সুরক্ষিত আছে। আরও বলেন, বিগত সময়ে মানুষ মত প্রকাশ করতে পারতো না কিন্তু এখন সামাজিক মাধ্যম ফেসবুকে অনেক কিছুই লিখতে পারছে। উপদেষ্টা বলেন, বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় দাম বেশি হচ্ছে। সরকারি মাধ্যমে আলু ক্রয় করা হবে, দাম নির্ধারণ করে দেওয়া হবে যেন কৃষক ন্যায্যমূল্য পান।
শুক্রবার রাতে খুলনার আঠারো মাইল এলাকায় এক যুবদল নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত শামীম আহম্মেদ (৩৫) সাতক্ষীরার তালার আব্দুল গফফারের ছেলে। তিনি ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক। বেশ কয়েকবছর ধরে ১৮ মাইল বাজার এলাকায় মায়ের সাথে স্ত্রীসহ বসবাস করতেন। নিহতের স্ত্রী বৃষ্টি আক্তারের দাবি, সন্ধ্যার পর এজাজ ও শরিফুল ইসলাম নামের দুই যুবক বাড়িতে আসে। তারা প্রায়ই আসতো। আমরা দ্বিতীয় তলায় থাকি। শামীমসহ ওই দুই যুবক তৃতীয় তলায় ছিলেন। রাত ১১টার দিকে খোঁজ নিতে গেলে জবাই করে হত্যার এই দৃশ্য দেখি। তখন ওই দুই যুবক ছিলেন না। এ নিয়ে ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত চলছে। মরদেহটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মসজিদের এক ইমামকে বৃহস্পতিবার সিলেট সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. আলামিন (৩০)। জানা গেছে, গত ৩১ জুলাই আল-আমিন সবাইকে ছুটি দিয়ে পাশের একটি মাদরাসার শ্রেণিকক্ষে নিয়ে ১১ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এ ঘটনায় গফরগাঁও উপজেলার পাগলা থানায় মামলা দায়ের করা হয়। এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান বলেন, গত ৩১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সব শিশু-কিশোরকে ছুটি দিয়ে মসজিদের পাশের মাদরাসা থেকে ভুক্তভোগী শিশুকে ঝাড়ু আনতে পাঠান। এ সময় একটি কক্ষে ঝাড়ু আনতে গেলে আলামিনও ওই কক্ষে ঢোকেন এবং ওই শিশুর মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। র্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি দিয়ে অবস্থান নিশ্চিত করে সিলেট থেকে আলামিনকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের করা জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। এ নিয়ে রাজনৈতিক তর্কবিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে। তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। রায় হয়নি, বিচার-প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয় সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। আরো জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে এবং ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কমিশন। নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করে অনিয়ম করেছে, তাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে না। ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল ঘোষণা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং যারা পূর্ব নির্বাচনে অনিয়ম করেছে, তাদের রাখা হবে না। সিইসি বলেন, বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে কোনো চাপ দেয়নি। চাপ দিলে পদত্যাগ করবেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন ট্রাম্প। ট্রাম্প রুশ হামলায় ইউক্রেনে অবস্থিত মার্কিন কারখানার ক্ষয়ক্ষতি নিয়ে বলেন, ‘আমি এতে খুশি নই এবং এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়েই আমি খুশি নই।’ তিনি বলেন, ‘আমি কী করব সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। এটি হলো- বিশাল নিষেধাজ্ঞা বা বিশাল শুল্ক বা উভয়ই অথবা আমরা বলবো, আমাদের এতে কোনো লেনাদেনা নেই, এটি আপনাদের যুদ্ধ?’ আরো বলেন, ‘আমরা দেখব পুতিন এবং জেলেনস্কি একসঙ্গে কাজ করবেন কিনা। এটা কিছুটা তেল এবং ভিনেগারের মতো। স্পষ্ট কারণেই তাদের মধ্যে খুব একটা মিল নেই, তবে আমরা দেখব।’
ভারতে জাতীয় ভোটার তালিকার সংশোধন নিয়ে বিতর্কের সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভোটার তালিকা সংশোধনের নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না। এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই। এক অনুষ্ঠানে সেন বলেন, দেশে বহু নাগরিকের প্রয়োজনীয় নথিপত্র নেই। তাই বলে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। কিছুটা ভালো করার অজুহাতে বড় রকম ক্ষতি করা উচিত নয়। তিনি বলেন, বাংলায় কথা বললে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। আমি ফরাসি জানি না, জানলে কি আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো? এটা চিন্তার বিষয়। তবে রসিকতা করে তিনি বলেন, আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই। ঢাকায় আমাদের বাড়ি ছিল, পরিবারের শিকড়ও সেখানেই। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে তার দাদু ক্ষিতিমোহন সেনের লেখা ‘ভারতে হিন্দু–মুসলমানের যুক্ত সাধনা’ বইটির পুনঃমুদ্রণ প্রকাশিত হয়।
গাজায় সামরিক আগ্রাসন ও পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের ঘটনায় কঠোর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডক্যাম্প। তিনি জানান, অর্থবহ পদক্ষেপে ঐকমত্য আনতে পারেননি এবং মন্ত্রিসভায় তীব্র প্রতিরোধের মুখে পড়েছেন। তবে ফেল্ডক্যাম্প ইসরাইলের দুই মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরের ভ্রমণ নিষিদ্ধ করেন এবং নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের তিনটি রপ্তানি অনুমতি বাতিল করেন। তিনি সতর্ক করেন, গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং এই অস্ত্র অবাঞ্ছিত উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। ফেল্ডক্যাম্পের পদত্যাগের পর তার দলের সব মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রীও সংহতি জানিয়ে সরে দাঁড়ান। ডাচ পার্লামেন্টের বিরোধী দলগুলো ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছিল। ফেল্ডক্যাম্প ইইউর সঙ্গে ইসরাইলের বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব দিয়েছিলেন, তবে জার্মানির বিরোধিতায় তা আটকে যায়। পরে নেদারল্যান্ডসকে এককভাবে নিষেধাজ্ঞা দেওয়ার দাবিও জোরদার হয়।
শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতেদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছেন। স্থানীয়রা জানায়, স্বামী-সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা। রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বিস্ফোরন হয় ফ্রিজের কম্প্রেসার। পরে প্রতিবেশীরা গিয়ে উদ্ধার করে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। শনিবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া। মাইলস্টোনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল তাসনিয়া। তার বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায়।
অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজের শিক্ষকদের দক্ষতা ও মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাইস চ্যান্সেলর এম এ এস এম আমানুল্লাহ জানান, এর অংশ হিসেবে হিসাবরক্ষণ বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিভাগীয় পর্যায়ে কর্মশালার আয়োজন করা হবে। সুশাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় মানসম্মত অডিট করার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, দেশের জনসংখ্যা অনেক হলেও দক্ষ জনবলের সংকট প্রকট। এর বড় কারণ শিক্ষায় পর্যাপ্ত বিনিয়োগ না করা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর অন্তত ১০ লাখ ছাত্রছাত্রী স্নাতক ডিগ্রী অর্জন করছে আর ৪০ ভাগই চাকরি পায় না। এর মূল কারণ পুরনো গতানুগতিক সিলেবাস। তাই সিলেবাস সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্য করে গড়ে তুলতে তথ্য প্রযুক্তি বিশেষ করে এআই ব্যবহার ও একাধিক ভাষা শেখানোর উপর গুরুত্ব দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তবে সংগ্রামী ছাত্রসমাজ বাংলাদেশের বুক থেকে পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান বা ফ্যাসিবাদী ব্যবস্থার ধারক ও বাহকদের যে কোনো চক্রান্ত রুখে দেবে। তাই ছাত্রসমাজকে আরও সচেতন, সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুবা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি জুলাই গণ-অভ্যুত্থানের স্বপ্নকে নস্যাৎ করে দিতে পারে। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে, যখন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিপজ্জনকভাবে বেড়ে চলেছে তখন বৈষম্যহীন, সার্বজনীন ও গণমুখী শিক্ষা কেবল শিক্ষার্থীর নয়, সমগ্র জাতির মুক্তি ও ক্ষমতায়নের চাবিকাঠি। অংশীদারত্বভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রশ্নেও শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে। রব বলেন, আসুন আমরা একযোগে শপথ গ্রহণ করি-শিক্ষা হতে হবে সম্পূর্ণ গণমুখী, বৈষম্যহীন এবং আমাদের জাতীয় অগ্রগতির বাহক।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একাধিক সাংবাদিক রয়টার্সের সম্পাদক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে ইসরাইলপন্থি পক্ষপাতের অভিযোগ তুলেছেন। ইসরাইলি হামলায় নিহত হন ফিলিস্তিনি সাংবাদিক আনাস আল-শরিফ পূর্বে রয়টার্সে কাজ করেছেন এবং ২০২৪ পুলিৎজার পুরস্কারও জিতেছিলেন। কিন্তু তার মৃত্যুর খবরে রয়টার্স শিরোনাম দেয়— ‘ইসরাইল বলছে, হামাস নেতা ছিলেন এমন আল জাজিরা সাংবাদিককে হত্যা করেছে।’ ফলে ‘পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন’ নিয়ে ক্ষোভ দেখা দেয়। রয়টার্স সাংবাদিকরা ৪৯৯টি “ইসরাইল-প্যালেস্টাইন” ট্যাগযুক্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখেন, ‘ইসরাইলি স্বার্থ প্রাধান্য পেয়েছে, ফিলিস্তিনি দিকটি অবহেলিত।’ সাংবাদিকরা জানান, সংস্থাটির নীতিতে ‘প্যালেস্টাইন’ শব্দ ব্যবহার নিষিদ্ধ। এছাড়া কেন গাজায় ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’ অভিযোগের কাভারেজ সীমিত রাখা হয়েছে, অথচ ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে। এই সমালোচনার পর রয়টার্স একটি ইমেইলে নতুন নির্দেশনা দেয় । সেখানে বলা হয়— সাংবাদিকরা এখন ‘গণহত্যা’ শব্দ ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই কারও বক্তব্য বা সূত্র উল্লেখ করে। তবে “প্যালেস্টাইন” শব্দ এখনও সীমিতভাবে ব্যবহারযোগ্য— কেবল ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৯৪৮ সালের আগের সময় বোঝাতে। নতুন নির্দেশনার পরও এর ব্যবহারও ইসরাইলী পক্ষপাতমূলক।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কেরানীগঞ্জ মডেল টাউনের একটি ১০তলা আবাসিক ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে খবর পেয়ে তাদের সদস্যরা ঘটনাস্থলে যান। রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৩টা ৩০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা হাসান উল আলম জানান, আনুমানিক ১০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
গাজা ভূখণ্ডে হামলা বাড়িয়েছে ইসরাইল। গত একদিনে আরও অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ২৫১ জন। কেবল গাজা সিটিতেই ৩৭ জন নিহত হয়েছেন, যেখানে ইসরাইল ভয়াবহ হামলার পরিকল্পনা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারে ও অপুষ্টিতে নতুন করে দুজন মারা গেছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। ফলে দুর্ভিক্ষ-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭৩ হয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু। মন্ত্রণালয় বলেছে, অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না। আরও জানিয়েছে, ১৮ মার্চ থেকে ইসরাইল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে গণহত্যা পুনরায় শুরু করার পর থেকে ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন। এদিকে, ত্রাণ নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৪ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে মানবিক সহায়তা নিতে গিয়ে ২ হাজার ৬০ ফিলিস্তিনি নিহত এবং ১৫ হাজার ১৯৭ জন আহত হয়েছেন।
আরো ফিড দেখতে লগইন করুন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।