Web Analytics

নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে ঢাকার ৪৪টি ক্রিকেট ক্লাব প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করেছে। ১২ দল নিয়ে লিগ শুরু হলেও বয়কটকারী ক্লাবগুলো কোনো ম্যাচে অংশ নেয়নি। এক সংবাদ সম্মেলনে সংগঠকরা বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে জানিয়েছেন, তারা এই বোর্ডের অধীনে কোনো লিগে খেলবেন না। প্রয়োজনে বিসিবির সহযোগিতা ছাড়াই বিকল্প টুর্নামেন্ট আয়োজনের কথাও জানিয়েছেন তারা।

বিতর্কের সূত্রপাত হয়েছে ২০ দলের লিগের দাবি ও ঘরোয়া ক্রিকেটে স্বচ্ছতা নিয়ে। খেলোয়াড়দের আর্থিক ক্ষতির আশঙ্কা থাকলেও সংগঠক মাসুদুজ্জামান ও রফিকুল ইসলাম বাবু স্পষ্ট করেছেন, নতুন ও স্বচ্ছ নির্বাচন ছাড়া সমাধান সম্ভব নয়। তামিম ইকবালের অবস্থান নিয়েও আলোচনা হয়েছে, যদিও তার ক্লাব লিগে খেলছে।

এই অচলাবস্থায় দেশের ঘরোয়া ক্রিকেটে অনিশ্চয়তা বেড়েছে। সমঝোতা না হলে খেলোয়াড়দের মৌসুম ও উন্নয়ন কার্যক্রম দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!