যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট (সিসিডিএইচ)-এর প্রধান ব্রিটিশ নাগরিক ইমরান আহমেদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে নিউইয়র্কের একটি জেলা আদালতে মামলা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেছেন, এটি তাকে দেশছাড়া করার চেষ্টা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি জানায়, প্রযুক্তি নিয়ন্ত্রণে যুক্ত পাঁচজন ইউরোপীয় ব্যক্তিত্বকে ভিসা দেওয়া হবে না, যাদের মধ্যে আহমেদও রয়েছেন। দপ্তরের অভিযোগ, তারা মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে তাদের অপছন্দের মতামত সেন্সর করতে চাপ দিয়েছেন।
এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও একাধিক সদস্য রাষ্ট্র, যারা ইউরোপের নিয়ন্ত্রক স্বায়ত্তশাসন রক্ষার অঙ্গীকার করেছে। আহমেদ, যিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, মামলায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আন্ডার সেক্রেটারি সারা রজার্স, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের বিরুদ্ধে অভিযোগ আনেন। একজন জেলা বিচারক সাময়িকভাবে তার গ্রেপ্তার বা আটক নিষিদ্ধ করেছেন এবং পরবর্তী শুনানি আগামী সোমবার নির্ধারিত হয়েছে।
পররাষ্ট্র দপ্তর তাদের অবস্থানে অনড় থেকে জানিয়েছে, সুপ্রিম কোর্ট ও কংগ্রেস বারবার স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্রের বিদেশি নাগরিকদের প্রবেশ বা বসবাসের অনুমতি দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।