Web Analytics

যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের কথা বিবেচনা করছে বলে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, সিরিয়া সরকার দেশটির উত্তরাঞ্চলে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। কর্মকর্তারা জানান, যদি এসডিএফ ভেঙে যায়, তাহলে সিরিয়ায় মার্কিন সেনাদের থাকার প্রয়োজন থাকবে না। বর্তমানে সেখানে ৮০০ থেকে ১০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, এবং এসডিএফ ও সিরিয়ার সেনাবাহিনীর সংঘর্ষ তাদের ঝুঁকির মুখে ফেলেছে।

এই অভিযান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের উদ্যোগে পরিচালিত, যার লক্ষ্য ১৪ বছরের গৃহযুদ্ধের সময় গঠিত মিলিশিয়াদের নিরস্ত্র করা এবং তাদের জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা। কর্মকর্তারা আরও জানান, সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে কাজ করা ঝুঁকিপূর্ণ, কারণ বাহিনীর কিছু সদস্য জিহাদিদের প্রতি সহানুভূতিশীল এবং কুর্দি ও দ্রুজ সংখ্যালঘুদের ওপর গণহত্যার অভিযোগ রয়েছে।

একসময় আইএস জঙ্গিদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী বাহিনী ছিল এসডিএফ, তবে আংকারা ও ওয়াশিংটন উভয়েই একে পিকেকের সঙ্গে যুক্ত সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

Card image

Related Threads

logo
No data found yet!