দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন করেছে। একই সঙ্গে টুকুর দুই ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাফিস শামস এবং নাফিসের স্ত্রী মুমতাহিন মোস্তফাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে সংস্থাটি।
দুদকের তথ্যমতে, টুকু ৩ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার ছেলে আসিফ শামসের বিরুদ্ধে ২৬ কোটি ৬৬ লাখ টাকার এবং নাফিস শামসের বিরুদ্ধে ৫ কোটি ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। নাফিসের স্ত্রীর বিরুদ্ধেও ১ কোটি ৪৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী আনা হয়েছে।
দুদক জানিয়েছে, সম্পদ বিবরণী যাচাইয়ের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই পদক্ষেপকে উচ্চপর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে কমিশনের কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে।