একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
আগামী ২৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থান থেকে প্রসূত নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। তবে এই দলে থাকছেন না জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। মঙ্গলবার ফেসবুকে দেওয়া পোস্টে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি জানিয়েছেন। বর্তমানে তারা দু'জনেই চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মঈন খানের নেতৃত্বে চীন সফরে আছেন। এতে আপত্তি উঠেছে নাগরিক কমিটিতে। তারা জানিয়েছেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে প্রকাশ না করলেও সপ্তাহখানেক আগে নতুন দলের নেতাদের জানিয়েছেন, তারা নতুন দলে থাকছেন না। শুভকামনা জানিয়ে ট্যাগ ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন দলের পথ চলার কামনা করেছেন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।