মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গঠিত ‘শান্তি বোর্ড’-এর নাম আসলে ‘শান্তি’ নয়, বরং ‘টুকরো বোর্ড’ হওয়া উচিত ছিল। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্যানেলে ব্ল্যাকরক-এর সিইও ল্যারি ফিঙ্কের সঙ্গে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যে উপস্থিত দর্শকরা হাসেন, এবং মাস্ক বলেন, তিনি প্রকৃতপক্ষে শান্তিই চান।
মাস্ক ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও, একসময় তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। পরবর্তীতে সম্পর্ক পুনরায় স্বাভাবিক হওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। এর আগে সামাজিকমাধ্যম এক্সে মাস্ক দাভোস সম্মেলনকে ‘বিরক্তিকর’ বলে উল্লেখ করেছিলেন।
এই মন্তব্য তার রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে খোলামেলা রসিকতা করার প্রবণতাকে আবারও সামনে এনেছে, বিশেষ করে এমন সময়ে যখন তিনি বিশ্ব অর্থনৈতিক আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।