স্বৈরাচারী শাসন যেন আর ফিরে না আসে, সে লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচন, সংবিধান, স্থানীয় সরকার ও শাসনব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব নিয়ে খসড়া জাতীয় ঐকমত্য সনদ তৈরি করা হয়েছে, যা সরকারের কাছে জনগণের সুপারিশ হিসেবে উপস্থাপন করা হবে। দিনাজপুরে নাগরিক সংলাপে তিনি বলেন, সরকার ১১টি সংস্কার কমিটি গঠন করেছে এবং ৬টি কমিটির প্রধানদের নিয়ে গঠিত হয়েছে ঐকমত্য কমিশন, যার নেতৃত্বে রয়েছেন ড. মোহাম্মদ ইউনূস। বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কমিশন।