প্রেস সচিব মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে ফেসবুকে জানান, দ্বিপাক্ষিক বৈঠকে নরেন্দ্র মোদি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কথা বলার সময় মোদি নেতিবাচক ছিলেন না। হাসিনা অসম্মান করলেও মোদি প্রধান উপদেষ্টাকে সম্মান করতেন বলেও জানান। এই লেখার পরিপ্রেক্ষিতে টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস কূটনৈতিক সূত্রে জানিয়েছে, প্রেস সচিবের বক্তব্য ক্ষতিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। টাইমস অব ইন্ডিয়া বলেছে, প্রধানমন্ত্রী মোদি ২০১৪ সাল থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির কথা বলেছেন। নির্বাচনের গুরুত্বের কথাও তুলে ধরে বলেছেন, ‘এই বিষয়ে ক্রমাগত গড়িমসি প্রধান উপদেষ্টার সুনাম নষ্ট করবে। সংখ্যালঘুদের উপর আক্রমণ বানোয়াট অভিযোগ বলে বাংলাদেশিদের দাবিকে তথ্যের সঙ্গে সাংঘর্ষিক বলা হয়েছে। এছাড়া হাসিনাকে ফেরত দেওয়ার কথারও ভিত্তি নেই বলেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।