এনসিপির আন্দোলন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচনের সিকোয়েন্স-কোনটা আগে হবে, কোনটা পরে, তা নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। এটি সরকারের সিদ্ধান্ত। নিরপেক্ষতা নিয়ে এনসিপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের ওপর আমরা মন্তব্য করি না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং আগামীতেও করবে। তিনি ইশরাকের আইনী প্রক্রিয়া সম্পর্কে বলেন, আইনে নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করার কোনো বিধান নেই। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, যদি কেউ দরখাস্ত করে থাকেন, নির্বাচন কমিশনকেও একটি পক্ষ বানান। আইন অনুযায়ী, আমাদের পক্ষভুক্ত হওয়ার বা আপিল করার সুযোগ নেই।