ছাত্র-জনতার অভ্যুত্থানের ১৬ মাস পর বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণে জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
দুটি ভোট একসঙ্গে আয়োজনের কারণে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট চলবে। ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছে ইসি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ নভেম্বর গঠিত নতুন কমিশনের অধীনে এটিই প্রথম জাতীয় নির্বাচন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, যেখানে ইতিমধ্যে তিন লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এই নির্বাচন নতুন কমিশনের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।