Web Analytics

চীনের নাগরিকদের জাপান ভ্রমণ এড়াতে সরকারের সতর্কবার্তার পর প্রায় ৪৯১,০০০টি জাপানগামী বিমান টিকিট বাতিল হয়েছে। স্বাধীন বিশ্লেষক লি হানমিং জানান, রবিবার নির্ধারিত ফ্লাইটের ৮২ শতাংশ এবং সোমবার ৭৫ শতাংশেরও বেশি বাতিল হয়েছে, যা নতুন বুকিংয়ের তুলনায় ২৭ গুণ বেশি। তিনি বলেন, নিরাপত্তা উদ্বেগই এই ব্যাপক বাতিলের মূল কারণ। এ পরিস্থিতিতে এয়ারলাইনগুলো জাপানগামী ফ্লাইটের জন্য পূর্ণ অর্থ ফেরত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই বিপুল টিকিট বাতিলের ফলে কয়েক বিলিয়ন ইউয়ান আয় হারাতে পারে বিমান সংস্থাগুলো এবং কূটনৈতিক উত্তেজনা না কমলে স্বল্পমেয়াদে ফ্লাইট সক্ষমতায় পরিবর্তন আনতে হতে পারে। ২০২০ সালের শুরুর দিকে কোভিড-১৯ সংক্রমণের সময়ের পর এত বড় আকারের বাতিল আর দেখা যায়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।