জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল শীর্ষ তিনটি পদে জয় পেয়েছে। ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে তাদের প্রার্থীরা বিজয়ী হন। বুধবার রাত পৌনে ১২টার দিকে ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিবকে ৮৭৬ ভোটে পরাজিত করেন। রিয়াজুল পান ৫ হাজার ৫৬৪ ভোট, আর রাকিব পান ৪ হাজার ৬৮৮ ভোট।
জয়ের পর ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের রায়ের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিপক্ক ও মেধাবী, এবং সবাই নিজেদের বিবেচনায় ভোট দিয়েছেন। রিয়াজুল বলেন, যারা তাকে ভোট দিয়েছেন বা দেননি, উভয়ের সিদ্ধান্তকেই তিনি সমানভাবে সম্মান করেন। তিনি ‘ভূমিধস বিজয়’ শব্দটি ব্যবহার না করে বলেন, জয়-পরাজয় আল্লাহর ইচ্ছা।
রিয়াজুল আরও বলেন, নির্বাচনের পর শিক্ষার্থীদের মধ্যে বিভাজন চান না এবং অন্যান্য প্যানেলের সদস্যদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে চান।