বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পাবনার চাটমোহর পুরাতন বাজার শ্রীশ্রী জয় কালী বিগ্রহ মন্দিরে বুধবার সন্ধ্যায় বিশেষ কীর্তন ও প্রার্থনার আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর পৌর শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী কীর্তন শেষে শ্রী শিবানন্দ শীল বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। প্রার্থনায় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়। অনুষ্ঠানে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শম্ভুনাথ কুণ্ডু, সাধারণ সম্পাদক শ্রী তরুণ কুমার পালসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রার্থনাকে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।