মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি হতাশা প্রকাশ করেছেন, কারণ তিনি এখনও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার খসড়া পড়েননি। জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, জেলেনস্কির এই অনাগ্রহ তাকে কিছুটা হতাশ করেছে। তবে তিনি জানান, জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগীরা প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
গত নভেম্বর যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকট সমাধানে ২৮ দফার একটি পরিকল্পনা দেয়, যা কিয়েভ ও ইউরোপীয় অংশীদারদের আপত্তির মুখে পড়ে। পরবর্তীতে পরিকল্পনাটি সংশোধন করে ২২ দফায় নামানো হয়, যাতে রাশিয়া ও ইউক্রেন উভয়ের অবস্থান বিবেচনায় নেওয়া হয়। সম্প্রতি ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে তিন দিনের বৈঠক শেষে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ফোনে জেলেনস্কির সঙ্গে কথা বলেন।
বিশ্লেষকদের মতে, জেলেনস্কির এই বিলম্ব অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও যুক্তরাষ্ট্র-রাশিয়া সমঝোতা নিয়ে সন্দেহের প্রতিফলন হতে পারে, যা শান্তি প্রক্রিয়াকে আরও বিলম্বিত করতে পারে।