২০২৬ সালের ১০ জানুয়ারি বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচি হিসেবে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে সম্পাদকরা নানা পরামর্শ দেন। যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান আর্থিক শৃঙ্খলা, বাংলাদেশ ব্যাংকের তদারকি, অর্থপাচার রোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ওপর জোর দেন। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাংবাদিক নির্যাতনের সময় গণমাধ্যমের নীরবতার সমালোচনা করেন। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যম এখনো সীমিত স্বাধীনতায় কাজ করছে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জলবায়ু পরিবর্তনকে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ সাংবাদিকবান্ধব প্রশাসনের আহ্বান জানান এবং অতীতের মিডিয়া প্রভাবের পুনরাবৃত্তি না করার পরামর্শ দেন।
বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তির উপস্থিতিতে এই অনুষ্ঠানটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক জনসম্পৃক্ততা হিসেবে চিহ্নিত হয়।