জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে শাজাহান খানের মেয়ে ঐশী খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান মামলাটি দায়ের করেন। অনুসন্ধানে দেখা যায়, ঐশী খানের নামে ১ কোটি ৭০ লাখ টাকার বেশি সম্পদ এবং ১১ লাখ টাকার পারিবারিক ব্যয় রয়েছে, যেখানে বৈধ আয় মাত্র ১০ লাখ টাকার কিছু বেশি। ফলে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার সম্পদের উৎস অজানা বলে দুদক জানায়। এছাড়া তার নামে বা বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনাও উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়ায় এবং অতিরিক্ত সময় পাওয়ার পরও তা দাখিল না করায়, দুদক আইন ২০০৪–এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।