বগুড়ার শেরপুর উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ও একজন আহত হয়েছেন। রোববার রাতে গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ি বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের শাটারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেদী হাসান (২০) ও শাহাবুল হাসান (২০), আহত উৎসব বিশ্বাস (২০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী ও শাহাবুল মারা যান। আহত উৎসব জানান, শাহাবুল মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুইজন সম্প্রতি উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে শাহাবুলের একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।