পাবনায় স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবু সাইয়িদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নিতে গিয়ে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতা জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার বিকেলে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাচাই-বাছাই শেষে বের হওয়ার সময় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সিরাজুল ইসলাম প্রামাণিক এবং পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন। পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, সাঁথিয়া থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
গত বছরের ১২ এপ্রিল সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদসহ ১৬৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়, যেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।