ঢাকা বিশ্ববিদ্যালয়ে (২৭ জানুয়ারি) সহায়ক কলেজগুলোর শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংঘর্ষ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হলে। এতে উভয় পক্ষের মধ্যে দৌড়ঝাঁপ চলে, যার ফলে আটজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সহযোগিতায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।