সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদ এলাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে অনুষ্ঠিত হবে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন। নির্বিঘ্নে জানাজা সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। এ সময় পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক ও বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। দাফনস্থলে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে এবং নির্ধারিত ব্যক্তিরাই প্রবেশের অনুমতি পাবেন।
বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সারাদেশে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ মরদেহ বহনের জন্য নির্ধারিত রুট ঘোষণা করেছে। এর আগে খালেদা জিয়ার মরদেহ গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয়, যেখানে পরিবার ও দলের শীর্ষ নেতারা শেষ শ্রদ্ধা জানান।