Web Analytics

গাজীপুর জেলা কারাগারে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা প্রকাশ পেয়েছে। বন বিভাগের মামলায় প্রকৃত আসামি ছাত্তার মিয়ার পরিবর্তে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি ১৫ হাজার টাকার বিনিময়ে জেল খাটছেন। আদালতে আত্মসমর্পণের সময় সাইফুল নিজেকে ছাত্তার পরিচয়ে হাজির করেন এবং সেই অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া এলাকার সরকারি গাছ কাটার মামলায় ছাত্তার মিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু আদালতের নির্দেশে কারাগারে থাকার কথা থাকলেও তিনি এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন। জেল কর্তৃপক্ষ বায়োমেট্রিক পরীক্ষার মাধ্যমে জানতে পারে, কারাগারে থাকা ব্যক্তি আসলে সাইফুল ইসলাম। পরে আদালতকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, আদালত ও কারা প্রশাসনের ত্রুটি খতিয়ে দেখা প্রয়োজন। সংশ্লিষ্ট আইনজীবী ও মধ্যস্থতাকারীদের ভূমিকা নিয়েও তদন্তের দাবি উঠেছে।

Card image

Related Threads

logo
No data found yet!