জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিরোধিতা করছে, তারা মূলত ফ্যাসিবাদী কাঠামো বজায় রাখতে চায়। ঢাকায় এক রাজনৈতিক সংলাপে তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে প্রশ্ন তোলেন, তারা কি কর্তৃত্ববাদী ধারা বজায় রাখতে চায়? নাহিদ মানবাধিকার কমিশন ও দুদকের নিষ্ক্রিয়তা এবং নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতার সমালোচনা করেন। তিনি এনসিসি গঠনের পক্ষে মত দিলেও বলেন, এতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষমতা থাকা উচিত নয়।