মালয়েশিয়ার জোহর রাজ্যের টাম্পই ইন্দাহ এলাকায় পরিচালিত অভিযানে ৯২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার ভোরে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস। গোয়েন্দা তথ্য ও জনসাধারণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে পোশাক কারখানা, সৌন্দর্য সেবা কেন্দ্র ও রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে। কর্মকর্তারা জানান, তারা বৈধ কর্মপরমিট ছাড়া কাজ করা এবং ভিসা শর্ত ভঙ্গসহ অভিবাসন আইন লঙ্ঘন করেছেন। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।