উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর উদ্ধার অভিযানে বাধার ঘটনায় তদন্ত শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় শিশু-সহ বহু সাধারণ মানুষ হতাহত হন। সেনা ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজে অংশ নিলেও উৎসুক জনতার ভিড়ে অভিযান ব্যাহত হয়। এতে আহতদের দ্রুত সরিয়ে নিতে সমস্যা হয় এবং পরে জনতার সঙ্গে সেনাসদস্যদের ভুল বোঝাবুঝি ঘটে। অভিযানে অংশ নেওয়া ১৪ সেনাসদস্য সিএমএইচে চিকিৎসাধীন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সেনাবাহিনী।