ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে রাজধানীর প্রবেশ মুখ উত্তরা আব্দুল্লাহপুরে বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট স্থাপন করে। ঢাকামুখী দূরপাল্লার বাস গুলোতে তল্লাশি ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করে সেনাবাহিনী। প্রায় প্রতিটি দূরপাল্লার বাসগুলোকে তল্লাশির আওতায় আনা হয়। এতে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।