ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ইসদাইর এলাকায় রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। বাসটি রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহৃত হত। চালক নাসির ও হেলপার নয়ন শ্রমিকদের নামিয়ে বাসে ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে ঘুম ভেঙে তারা দেখতে পান চালকের আসনে আগুন লেগেছে। দুজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ফতুল্লা মডেল থানার তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দ্রুত পদক্ষেপের কারণে বড় ক্ষতি হয়নি এবং আগুনের উৎস অনুসন্ধান চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।