থানায় রক্ষিত এইচএসসি প্রশ্নপত্রের বাক্স খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় নওগাঁর ধামইরহাট থানার ওসিসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।। এর আগে একই ঘটনায় আরও দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল। জানা গেছে, প্রশ্নের কয়েকটা বাক্স হাজতখানায় রাখা হয়। ঐ রাতেই ঐখানে এক মাদক আসামিকে রাখা হয়। সে প্রশ্নের বাক্স খুলে প্রশ্নপত্র ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে দেয়। যা পরদিন সকালে পুলিশের নজরে আসে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে এই একশন নিয়েছে প্রশাসন।