ভারতের ক্রমবর্ধমান ইভি বাজারে প্রবেশে বড় পদক্ষেপ হিসেবে টেসলা ১৫ জুলাই মুম্বাইয়ে তাদের প্রথম শোরুম খুলছে। এই ‘এক্সপেরিয়েন্স সেন্টার’ মুম্বাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে অবস্থিত হবে। চলতি বছরের মার্চে টেসলা শোরুম স্থাপনের জন্য একটি চুক্তি সই করে। এছাড়া, রাজধানী নয়াদিল্লিতেও আরেকটি শোরুম খোলার জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। ভারতের ইভি খাতে বিনিয়োগে টেসলা তাদের প্রতিশ্রুতি ও আগ্রহের জানান দিচ্ছে।