সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানায় লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ সুরমার মোল্লাগাঁও খিদিরপুর এলাকার একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়। র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেনেডটি উদ্ধার করা হয়, যা গত বছরের জুলাই মাসে সিলেটের একটি থানায় সংঘটিত অস্থিরতার সময় লুট হওয়া অস্ত্রের অংশ বলে ধারণা করা হচ্ছে। র্যাব জানিয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সাউন্ড গ্রেনেডটি দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করে হস্তান্তর করা হয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।