Web Analytics

বাংলাদেশ ব্যাংক গৃহনির্মাণ ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়েছে। মঙ্গলবার জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, যেসব ব্যাংকের শ্রেণীকৃত ঋণ ৫ শতাংশের নিচে, তারা এখন ফ্ল্যাট কেনার জন্য সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। এর আগে সব ব্যাংকের জন্য একই সীমা ছিল ২ কোটি টাকা। নতুন নীতিমালা অবিলম্বে কার্যকর হবে এবং পূর্বের নির্দেশনা বাতিল করবে, তবে ভোক্তাঋণ নীতিমালার অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আবাসন ও নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি এবং বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে এই নীতিমালা সংশোধন করা হয়েছে। নতুন নিয়মে ৫ থেকে ১০ শতাংশ খেলাপি ঋণ থাকা ব্যাংক সর্বোচ্চ ৩ কোটি টাকা এবং ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংক আগের মতোই সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ দিতে পারবে। ঋণ ও নিজস্ব পুঁজির অনুপাত ৭০:৩০ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ক্রয়মূল্যের ৩০ শতাংশ গ্রাহককে নিজস্বভাবে দিতে হবে।

সর্বশেষ ২০১৯ সালে গৃহনির্মাণ ঋণের সীমা ১ কোটি ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করা হয়েছিল।

Card image

Related Threads

logo
No data found yet!