Web Analytics

বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। চলতি বছরের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নে পে কমিশন গঠন করলেও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সাম্প্রতিক মন্তব্যে—চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার—চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদসহ বিভিন্ন সংগঠন জানিয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দিতে হবে এবং ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। অন্যথায় ১ জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক, রেলওয়ে কর্মচারী, দপ্তরি-কাম-প্রহরীসহ ১২টি সংগঠন যৌথ আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। ফেডারেশনের নেতারা জানিয়েছেন, সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে জেলা পর্যায়ে বিক্ষোভ, ঢাকায় মহাসমাবেশ ও কর্মবিরতির মতো কর্মসূচি নেওয়া হবে। তারা ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।