২০২২ সাল থেকে আইআইটি মাদ্রাজের পরিচালক হিসেবে কর্মরত ভি কামাকোটি শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। তবে পুরস্কারের খবর প্রকাশের পর কেরালা কংগ্রেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তাঁর গোবর ও গোমূত্র নিয়ে গবেষণাকে কটাক্ষ করে, যা ব্যাপক বিতর্ক ও বাগযুদ্ধের জন্ম দেয়।
কেরালা কংগ্রেসের মন্তব্যের জবাবে ভারতের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু পাল্টা প্রতিক্রিয়া জানান, ফলে দুই পক্ষের মধ্যে এক্সে প্রকাশ্যে বাগযুদ্ধ শুরু হয়। পরে ভি কামাকোটি এক বিবৃতিতে বলেন, পদ্মশ্রী তাঁর কাছে ‘বিকশিত ভারত ২০৪৭’ লক্ষ্যের জন্য প্রেরণা এবং এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং সম্মিলিত প্রচেষ্টার ফল।
এই বিতর্ক ভারতের গবেষণায় ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভিন্নমতকে সামনে এনেছে, যদিও কামাকোটি নিজেকে এই সম্মানে অনুপ্রাণিত মনে করছেন।