রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহজনক আচরণের কারণে আটক ১৪ বছর বয়সি এক কিশোরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। ময়মনসিংহের ভালুকা উপজেলার ওই কিশোর সকালে ধানমন্ডি ৩২ দেখতে এসেছিল বলে জানায়। জিজ্ঞাসাবাদের সময় সে কখনো নিজেকে শিক্ষার্থী, কখনো ছাত্রদল বা ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দেয়ায় সন্দেহ তৈরি হয়। তবে তার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে কোনো অপরাধমূলক বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। রাজধানীতে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় থাকায় সন্দেহভাজনদের আটক অভিযান চলছে। যাচাই শেষে বৃহস্পতিবার দুপুরে কিশোরটিকে ধানমন্ডি থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।