চিত্রনায়িকা পরীমনির করা ‘ডিজিটাল মাধ্যমে মানহানির’ মামলাটি বাতিল করেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় করা মামলাটি বাতিল হয় কারণ ২১ মে সরকার আইটি আইন বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ চালু করে, যেখানে এসব ধারা নেই। মামলার আসামিরা ছিলেন পরীমনির গৃহকর্মী পিংকি আক্তারসহ চার সাংবাদিক ও মিডিয়া সংস্থা। পাল্টা মামলা করেছেন পিংকি, পরীমনির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে। উভয় মামলার তদন্ত চলমান।