জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা দিয়ে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর শুনানি হতে পারে আজ। মঙ্গলবার আদালতের কার্যতালিকায় রয়েছে এটি। এর আগে গত ১৪ জানুয়ারি দ্বিতীয়বারের মতো এ বিষয়ে শুনানি হয়েছিল। পরবর্তী তারিখ দেওয়া হয়েছিল ২১ জানুয়ারি। কিন্তু একজন বিচারপতি অসুস্থ থাকায় তখন তা আর হয়নি। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার আদালতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চে শুনানির কার্যতালিকায় উঠে এসেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।