ছাত্রদল ও ছাত্রশিবিরের পালটা-পালটি স্লোগানের মধ্যে রাকসু নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। দুর্গাপূজার পর আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে পালটা-পালটি স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে দুটি পক্ষ। ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীসহ সমর্থকরা। অন্যপক্ষে বাম প্যানেলের প্রার্থীসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা ভোটারবিহীন রাকসু চান না বলে মত দিয়েছেন। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার দুপুরে শাখা ছাত্রদলসহ ৫টি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন। তারা লেভেল প্লেয়িং ঠিক করে নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিকাল ৩টায় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হতে হবে বলে দাবি জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।