আগামী ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে নিবন্ধনবিহীন সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবৈধভাবে আমদানিকৃত, ক্লোন বা চোরাচালানকৃত ফোন বন্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে বিটিআরসি জানিয়েছে, বর্তমানে ব্যবহৃত বা ১৬ ডিসেম্বরের আগে কেনা কোনো মোবাইল সেট বন্ধ হবে না। শুধুমাত্র অনুমোদিত ও বৈধভাবে আমদানিকৃত ফোনই নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। ক্রেতাদের যেকোনো উৎস থেকে ফোন কেনার আগে বৈধতা যাচাই করতে এবং ক্রয়ের রসিদ সংরক্ষণ করতে বলা হয়েছে। বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর (NEIR) সিস্টেমে নিবন্ধিত হবে। বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন প্রাথমিকভাবে সচল থাকবে, তবে ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে, যাচাই শেষে বৈধ ফোনই নেটওয়ার্কে চালু থাকবে।